ভীতি আর অস্থিরতার চলছে অবাধ আবাদ!
সাথে ধূর্ততা-শঠতা পেতেছে ভয়ানক ফাঁদ!
ভালবাসার অভাবে যেদিন ফুরাবে প্রত্যাশা!
সেদিন থাকবে না স্বপ্ন! গ্রাস করবে হতাশা!
পথের দিশা থাকে যদি অন্ধকারে নিমজ্জিত!
না পেলে আলোর সন্ধান! প্রজন্ম হবে ভীত!
দর্শনসঙ্কটে মরীচিকা করবে সত্যকে পরাস্ত!
বিপন্ন হবে সভ্যতা! হবে নৈতিকতা বিধ্বস্ত!


আকন্ঠ নিমজ্জিত সুশ্রাব্য ধারা পাবে নিষ্কৃতি;
আখেরে পাবে সু-সংবাদ তারুণ্যের আকুতি,
হারাবার কষ্টগুলো বদলে যাবে প্রাপ্তির ছন্দে,
প্রতিপক্ষের অস্তিত্ব থাকলেও রইবে না দ্বন্দ্বে।
যদি থাকে সহিষ্ণুতা, মেধাবীর লালন সর্বত্র;
থাকে যদি সত্যরীতি, সকলের হৃদয় পবিত্র।