আগ বাড়িতে বাগ-বাগিচা
পিছ বাড়িতে ভোগ বাজার,
আকাশ ভরা চাঁদের আলো
হৃদয় মাঝে অন্ধকার!


জলসা ঘরের মসলা গুলো
মুক্ত জনের মন রাঙায়,
কল্প লোকের স্বপ্ন গুলো
উড়তে থাকে দুই ডানায়!


পাগলা পানির তাগড়া নেশা
মনের মাঝে রঙ ছড়ায়,
ধূর্ত পথিক চতুর ভেবে
সর্বনাশের পথ মাড়ায়!


লোভ-লালসা ছল্ চাতুরী
বিত্ত গড়ার পথ দেখায়,
পাপ পুণ্যির বোধ হারিয়ে
অশ্লীলতার পাঠ শেখায়!


এপার যতই হোক নিরাপদ
ওপার হবে বাছ-বিচার,
নষ্ট মানুষ পাবেই সাজা
সুজন পাবেই পুরস্কার।