আগমিত মশলায় রান্না করা রিচ ফুডের সুঘ্রাণ
ছড়িয়ে দাও শতেক পড়শীর অভাবী আঙ্গিনায়!
যাদের ঘরে কাতরায়, অগনিত মানুষের সন্তান!
হায় রে মুসলমান! ভুলেই গেছি সেই সব বাণী,
যা যোগায় মনে ঈমানী চেতনার অফুরন্ত শক্তি।
খাওয়ার আগে নেই না খবর একটা বাড়িতেও!
কার ঘরে আছে ক’জন মানুষ দিনমান উপোস!
গোগ্রাসে গিলে যাই সবাই, বেহুঁশের মত রোজ!


হিসাবনিকাশ করতেও ভুলে গেছি আমরা এখন
ইসলাম থেকে সরে গেছি মুসলমান কতটা দূর!
কোরআন-হাদীস দিয়ে করি তাবিজের কারবার!
গড়ে যাই বেহেসতী নিরাপদ শান্তির আবাসস্থল!
অথচ, খাদ্যহীন পড়শীগণ কাটান, বিনিদ্র রজনী!
ক্রন্দিছে স্বজাতি বিশ্বময়! ভাবি না, ওরাও ভাই!