বন্ধু তুমি ওপার বসে যতই কর আস্ফালন
শেয়াল শকুন ওঁৎ পেতে রয়, সহজ তো নয় হাঁস পালন;
বন্ধু তুমি আকাশ ছোঁয়া,
আমি তো নই বিড়ির ধোঁয়া;
তোমার গলে মালা ঝোলে, আমার তো নেই ফুল কানন।


ইচ্ছে করে মনের মাঝে কত কিছুই করবো চাষ,
সম্ভাবনার জন্ম হলেও ক্ষণেক পরেই হয় সে লাশ!
কলম চালাও নির্বিবাদে
আমরা আছি মরণ ফাঁদে,
ভাগ্যলিপি মেঘে ঢাকা, নেই তো মুক্ত নীলাকাশ!


জল তরঙ্গে বন্ধু তুমি আবাদ কর কাব্যরস,
সাগর পারে ঢেউয়ের সুরে শোষণ কর মুক্ত শ্বাস;
আমরা আছি পেষণ কলে
রক্ত ঝরে পলে পলে,
কলম তোমার মুক্ত ছুরি, আমরা হলাম শর্ত দাস!


তের নদীর ওপার বসে কত কিছুই কর ফাঁস
এ পাড় ভাঙ্গে আষাঢ় শ্রাবণ, ঝরে কত দ্রোহীর লাশ!
এপার তরে দু:খ তোমার
শখের রোদন, সুখের জোয়ার;
তোমার মত স্বাধীন হ’লে আমার হবে সর্বনাশ!