কার ইশারায় করলি বিবাদ
ধরলি টুঁটি চেপে,
খামচি দিয়ে ধরলি পাঁজর
উঠলো বিশ্ব কেঁপে!


হেঁসেল ঘরে তেলের চর্চা!
করলি মাখামাখি,
রঙের মহল পড়বে ধ্বসে
বসলে বাবুই পাখি!


বর্গী আসবে মুড়কী নিয়ে
নামবে সুখের ঢল!
নিদান কালে জুটবে না তোর
কয়েক ফোটা জল!


এক জমিনের নয়রে ফসল
কাটবে যখন ঘোর,
ততদিনে গুদাম ফাঁকা!
কেটে পড়বে চোর।


চিনলি নারে আপন কে তোর
বাধলি কোথায় বাসা,
হারিয়ে যাবে রঙের ফানুস
মিটিয়ে দিবে আশা!