আর্তের আকুতি স্পর্শ করে না যে হৃদয়,
সে যদি নারীও হয়, তবু মমতাময়ী নয়।
সে পাষন্ড! তাই করি তারে প্রচন্ড ভয়!
আঁচলে যদি তার আর্তরা না পায় আশ্রয়
তবে, সে জননী নাকি, সবটাই অভিনয়?

বিপদে-আপদে যাকে পাই, সেই আপন;
পাশে থেকে যে সাহস যোগায় সেই স্বজন,
যার ত্যাগে জীবন সংগ্রামে করা যায় রণ-
দুঃসময়ে যেজন ভালোবাসে সেই প্রিয়জন।
ভালোবাসার পাত্র হওয়াও বেশ বড় অর্জন।

আমি তারই কাছে হেরে গিয়ে আনন্দ পাই,
যারা স্বপ্ন দেখায় বিজয়ের ভালোবাসি তাই;
তার কাছে কৃতজ্ঞ আমি, যার বিকল্প নাই।
আমার অন্তরে আছে যে জন, সেইতো ভাই-
জীবন-মরণে কৃতজ্ঞচিত্তে তাকেই পাশে চাই।