থেকে যাওনা আর একটা দিন-
জিরান রসের পাটালী গুড়ে মায়ের হাতের পিঠা;
নরম হাতে হাতটি রেখে, শিশির ভেজা নরম ঘাসে
নগ্ন পায়ে আর একটা দিন গল্পে ছন্দে হাঁটা!


পুকুর পাড়ের শান বাঁধা ঘাট;
জোছনা ভরা আর একটা রাত রঙিন স্বপ্ন দেখা,
তোমার দু’টি ডাগর চোখে আর একটা দিন
দেখবো আমি আমার ছবি আঁকা।


শিশির ভেজা ধানের শীষে
ভিজবো দু’জন মনের সুখে,
আলতো করে ছুঁয়ে যাবে মিষ্টি রবির আভা।


দোয়েল কোয়েল ঘুঘুর ডাকে, সিক্ত করো হৃদয়টাকে,
সেই তো আবার নগর জীবন, খাঁচায় পুরে থাকা!
আর একটা দিন যাওনা থেকে
আমার সোনার গাঁয়ের বুকে,
যেথায় আছে শেকড় তোমার মাটির মায়ায় ঢাকা,
যাওনা থেকে আর একটা দিন, যেথায় আবেগ মাখা।