এরই নাম, দেউলিয়াত্বের নগ্ন প্রকাশ!
ক্রমেই দৃশ্যমান হচ্ছে তারই পূর্বভাস!
একথা-সেকথা, দেলো বু আলোপাতা!
চল ঘুরি বাড়ি বাড়ি পাই যদি আশ্বাস!
মনুষ্যত্বহীন জনগণ! সমাজের জঞ্জাল!
আর নীতিবান মানুষই আলোর মশাল।
অল্পতে বুঝলে, হয় না হ'তে অপমান;
না বোঝার করলে ভান হবেই নাকাল!


যারাই স্বপ্নহীন জীবনের অবসান চায়।
তারাই কড়া নাড়ে, সবুজের চেতনায়!
তবু হয় না সমাপ্ত, জনপদে কালরাত!
অনমনীয় শপথ নিয়ে জানালে আহ্বান,
হয়তো আসতে পারে সোনালি প্রভাত।
হয়তো করতে হবেনা ভোগ দুঃশাসন!