আমি প্রতিদিন দেখি
বাড়ন্ত একটা কালোছায়া!
ধরণীকে একটু একটু করে
গ্রাস করছে আপাদমস্তক!


সব কিছুর উর্দ্ধে উঠার বিলাসিতা
মানুষকে মানুষ হবার তরে নিয়ত
প্রেরণা যোগায় অজানা দর্শন।


খুবলে খাবার খায়েশকে অনন্য
উচ্চতায় পৌঁছে দেবার প্রয়াস চলে
মুখোশের আড়ালে অন্য নামে;
সংকট এড়িয়ে যায় নির্ভাবনায়!


লাশের মিছিলের গন্ধে নেশার আবেশ;
ইচ্ছেরা পালিয়ে বেড়ায় প্রদীপের নীচে!
গাঢ় অন্ধকারে কেঁপে উঠে মৃদু বায়ে।


কালো গোলাপের পাপড়ি
শুষে নেয় আরণ্যকের বিষ;
মহাশূন্যের শূন্যতায় কোন ঠিকানা নেই
তবু বিলাস ভ্রমনের আয়োজনে মহাব্যস্ত!


অথচ অনন্ত শূন্যের মেহমান
অজান্তেই এসে দাঁড়ায় দুয়ারে!