আলো নেই-ঘরে চালও নেই!
উন্নয়ন ও না কি হয়েছে ঢের!
বেহেস্তে যারা করছে বসবাস-
তারাই নাকি শুধু পাচ্ছে টের!
প্রলাপমেশিন কত কথা বলে,
হৃদের কথা, বলে কত ছলে!
তারা, বুঝে শুধু তাদের ভাষা-
পোষণ করে সুখ্যাতির আশা।


আমরা অকারণে এসে মর্ত্যে
বৃথা স্বপ্ন দেখি তাদের শর্তে!
আকাশে ওই তারকা অঢেল;
যেখানে বাণী দেয়, আঁতেল!
আর্তজনের কেউ নেই সহায়,
তারা জমিনে শুধু দুঃখ পায়!