সারাদিন গুরু গুরু মেঘ ডেকে যায
মাঝি তাই মাঝে মাঝে আকাশে চায়,
পার ভাঙ্গা ঢেউ এসে হৃদয় কাঁপায়
মাল্লারা দাঁড় টানে পারের আশায়।


আঁধারে ছেয়ে গেছে, কোথায় কিনার!
যত দূরে চোখ যায়, শুধুই পাথার!
উথাল-পাথাল করা দরিয়ার মাঝে
কেমনে ডিঙ্গাবে মাঝি ঢেউয়ের প্রহার!


মাল্লা-মাঝির ভুলে ছিঁড়ে গেছে পাল
আশাবাদী মাঝি তবু কষে ধরে হাল,
যদিও ছড়ানো আছে মাছ ধরা জাল!
এটাই হবে কি শেষে জীবনের কাল!


বাতাসে ভেসে আসে অজানা শবের ঘ্রাণ
ভয় হয় বজ্রপাতে যায় বুঝি প্রিয় প্রাণ!