যে দেশ একক জাতিসত্তার অনন্য দেশ।
আছে ভাষা-সংস্কৃতি বা চিন্তার মহা ঐক্য।
তবুও, তারা কেন হবে আচারে আত্মঘাতী?
যতই আসুক না কেন তুফান অথবা সুনামী!
মাত্র গুটি কয়েক চামচিকার লাথির ভয়ে
রক্তসাগরে ভেসে উঠা দ্বীপদেশবাসী যদি
চুপসে যায় মৃত্যুর আশংকায় সকাল বেলা!
সারাদিনে না জানি আরো কি হতে পারে!


তাই যদি হয়! সেই সব জীবন দানকারীদের
প্রাপ্তি কি? বংশধর কি তবে ভুল পথে হাঁটছে?
দেশকে ভালোবেসেও যারা ধুঁকে ধুঁকে মরে-
উর্দ্ধতনের প্রাণের বিনিময়েও প্রজন্ম পায় না
মুক্তির স্বাদ! তবে কি সব মিথ্যে হয়ে যাবে?
হায়! আশা ভঙ্গের কষ্ট কতই না বেদনার!