সুখের স্মৃতিগুলো অনায়াসে মুছে গেল
বেদনার স্মৃতি এসে করে জ্বালাতন,
মনে ছিল কত আশা, ভুলে গেছি ভালবাসা
তাই তো মনে হয় সবই প্রহসন!


জীবনের সারাবেলা চলে গেল করে হেলা
আল্পনা আঁকা-আঁকি হ’লো অকারণ,
শেষ হ’লো সব খেলা, পেয়ে ব্যথা অবহেলা
লোভ মোহে দূরে গেল কত প্রিয়জন!


আকাশে ভাসে তারা, জমিনে জোনাকীরা
মাধবী রাতে থাকে চাঁদের কিরণ,
পেয়ে পেয়ে শত ব্যথা, ভুলে গেছি সব কথা
সবারই প্রয়োজনে হ’তো আয়োজন।


এ বেলার ভাঙ্গা হাটে, অপবাদ শুধু রটে
আঁধারী পথ ধরে করছি গমন,
তিলে তিলে গড়ে ওঠা বিশ্বাস গেল বৃথা
নিরাশার হতাশায় ডুবিল জীবন!