যখন আমি নির্মম সূর্যের প্রখরতায়
ঘর্মাক্ত, তৃষ্ণার্ত, ক্লান্ত, পরিশ্রান্ত;
তখনই তুমি এলে বিষের পেয়ালা হাতে!
ভালই করেছ, তোমাকে অনেক ধন্যবাদ।
কারণ আমার কবিতার রসদও প্রায় নি:শেষ;
আমিও প্রস্তুত, ঢেলে দাও আমার ওষ্ঠাধরে।
হলাহল পান করে হয়ে যাই নীলকন্ঠ!
দু:স্বপ্নের বাকি দৃশ্যগুলো লিপিবদ্ধ করে যাই;
হতে পারে, জীবনাবসনের পরে, এটাই
কালজয়ী কোন এক বিষাদময় উপন্যাস!