জীবনের বাঁকে বাঁকে
বেদনার সুর শুনি,
অনন্য বলে কিছু নেই।


তোমাকে হারিয়ে আজও
দুই চোখে ঝরে জল,
মন তো মানে না কিছুতেই।


ফেলে আসা দিনগুলো
স্মৃতি হয়ে জেগে রয়,
ভোলা তো যায় না সহজেই।


শৈশবে কৈশরে
ফিরে যেতে চায় মন,
হারিয়ে খুঁজি নিজেকেই।


গোধূলি লগ্ন শেষে
আঁধারে যাবো মিশে,
ফুরিয়ে যাবো নিমেষেই!