মুক্তিযুদ্ধ বাঙালীর অহঙ্কার!
বাংলাদেশ জীবন উৎসর্গের পুরস্কার!
আর ‘মুক্তিযোদ্ধা’ বাংলাদেশের গর্বিত অলঙ্কার!


অথচ স্বাধীনতার চেতনা যখন
ক্ষমতার সোপান হয়ে বিভ্রান্তি ছড়ায়!
অলঙ্কারহীন স্বদেশ যখন জীবন্মৃতের রূপ পায়!


লাল সবুজের আবেগ যখন
ক্রস ফায়ারের মাঝে পরে আহত হয়!
দেশপ্রেম যখন প্রশ্নবিদ্ধ রাজনীতির হাতিয়ার হয়!


মুক্তির করুণ আকুতি যখন
পথকলির দীর্ঘশ্বাসে বিবর্ণ হয়ে যায়!
মূল্যবোধের ঠিকানা যখন দাগ, খতিয়ান হারায়!


গুম, খুনের সংস্কৃতি যখন
স্বীকৃতির ছাড়পত্র নিয়ে দানবীয় হয়!
বিজয়ের আনন্দ তখন স্বপ্নের মত মিলিয়ে যায়!