মুক্তির লক্ষ্যে ধেয়ে চলে মৃত্যুকে ভ্রুকুটি করে
প্রাপ্তির নেশায় বিনিদ্র রাত্রি করে পার অশ্রান্তে!
ক্লান্তিহীন উদ্যমে শক্তির দাপটকে পরাস্ত করে
জীবনের বদলে, প্রজন্মের অধিকারের দাবীতে!
ওরা ভয়হীন, মোকাবিলা করে রক্তচক্ষু নির্ভয়ে!
ক্রমান্বয়ে অশান্ত হয়ে উঠে বিজয়ের প্রত্যাশায়,
মুক্তির স্বপ্নকে ছুঁয়ে দেখতে আবেগতাড়িত করে
বারংবার, দুর্দান্ত তারুণ্যকে বাঁধ ভাঙ্গা উচ্ছাসে।
অথচ, মানুষের অবয়বে কেউ সভ্যতার বিরুদ্ধে
যখন জঞ্জালের পর্বতকেই বিবাদী বানিয়ে দেয়!
কিংবা ছন্দকে ভরিয়ে দেয় দ্বন্দ্বের গোলকধাঁধায়!
প্রজন্মের অহঙ্কারী পায়ে দেয় গোলামীর জিঞ্জির!
ছিনিয়ে নেয় স্বপ্নের সবটুকু রঙ ক্ষমতার দাপটে!
তখনও কি নীরবতার কলঙ্ককে স্বাগত জানাবে?