ক্ষয়িষ্ণু সমাজে নবীনদের চাই উচ্ছ্বাস;
এসো সমবেত কন্ঠে করি বিজয় উল্লাস।
তারুণ্যের উত্থানে
স্বপ্ন জাগুক প্রাণে,
ডানা মেলুক নীলাকাশে জনতার অভিলাষ।


জীবনের জয়গানে, যৌবন উঠুক হেসে
মুক্তির আনন্দ নিয়ে আসুক বীরের বেশে;
স্বাধীনতা মুক্তি পাক,
দু:খগুলো ঘুচে যাক;
হৃদয়ে বসতি গড়ুক মানুষকে ভালবেসে।


বিলাসী চেতনায়, বেলা যদি বয়ে যায়
আঁধারে পথ চিনে ওপারে যাওয়া দায়,
সোনালী অতীত হাসে
বিজয়ের ইতিহাসে,
বিপ্লব আসুক ধেয়ে তারুণ্যের মহিমায়।