সবকিছুই যখন ছেলের হাতের মোয়ার মত গুরুত্বহীন,
উৎকন্ঠিত তখন সমাজ-রাষ্ট্র-বিশ্বের জনগণ!
অরক্ষিত তখন প্রকৃতি সহ সমগ্র মানব জীবন!
আরো বাড়ে বিপদ, বাড়ে যখন অর্বাচীনদের অতিকথন!
কিছু অহমিত মানুষের অতি উৎসাহ নষ্ট করে প্রীতির বন্ধন!
তারই সুযোগ নেয় সুবিধাবাদী মোসাহেব ছড়িয়ে নিন্দিত গুঞ্জন!
সেই সাথে যুক্ত হয় ভ্রষ্টাত্মার মানব বিদ্বেষী আস্ফালন!
মাত্রাহীন বিড়ম্বনার শিকার হয় আপামর জনগণ!
ভারসাম্য হারায় নৈতিকতা, ক্ষমতাবান হয়ে উঠে দুর্জন!
অবক্ষয়ই তখন হয় দন্ডমুন্ডের কর্তা, নির্বাক রয় বিজ্ঞজন!