পৃথিবীটা এখন অনেকটাই ছোট মনে হয়!
ইথারে ভর করে ঘুরে আসি প্রতিদিন বারবার;
তাই তো দেখি অমানবিক একটা কালো ছায়া-
ক্রমেই যেন গ্রাস করছে মানুষের লালিত স্বপ্নকে!


অমানবিক শক্তি যেন যুক্তির ভাষা ছেড়ে
দানবের রূপ ধরে ছুটছে মরীচিকার পিছে!
ব্যক্তি, গোষ্ঠীগুলো অন্ধের মত হাতড়ে মরে
অমানিশা রাতে অন্যায্য ক্ষমতার সুরঙ্গপথ!


জোয়ারের পানির মত রক্তের স্রোত বয়ে যায়
জনপদ গুঁড়িয়ে অজানা ঠিকানায়, যেখানে নেই
দর্শনের অবশেষ; অথচ সবাই যেন নির্বিকার!
কারো মাঝে কেন যেন নেই কোন অনুতাপ!


বিশ্বগ্রামটা যেন ঢুকে গেছে কানাগলির ভাগাড়ে!
চারিদিকে আলোর ঝলকানিতেও মনে হয় একটিও
আলোকিত মানুষ নেই! যে তারে নিয়ে আসে
গভীর কুয়াশা ভেদ করে শান্তিময় আলোর পথে!


প্রবাদ এসে কড়া নাড়ে নিয়তই হৃদয়ের গভীরে,
অঘাট কি সত্যই তাহলে ঘাট হলো নীরবে!
লোভ, লালসা, মোহ আর ক্ষমতা করে উন্মাদ!
বিপর্য্য় সন্নিকট! তবু ও থামে না অবাধ্য সাধ?