এ যদি সভ্যতা হয় তবে সার্থক নয়;
কালের কাছে হেরে গেছ, মেনেছ পরাজয়!
মিশর, সিরিয়া, ফিলিস্তিন, আফগানিস্তান;
নাফের জলে ভাসে লাশ, জ্বলছে আরাকান!


লিবিয়া, ইরাক, কাশ্মীর, জ্বলছে ইয়েমেন;
সুখের স্বপ্নহীন! অশান্ত কেন ইউক্রেন?
কোথায় সভ্যতা আজ! কোথায় গণতন্ত্র!
কোথাও আদর্শ নেই, আছে ষড়যন্ত্র!


ক্ষমতার ভাগাভাগি, চলে সম্পদ লুটপাট;
নরকের অনলে জ্বলে মানবতার শুভ পাঠ!
যেখানে দাঁড়িয়ে আছি, মরণের কাছাকাছি
তবুও ভাবি মনে, চিরদিন থাকবো বাঁচি!


মানবতা আজ শর্ত সাপেক্ষে বিরাজমান;
ক্ষমতার মোহ মানুষকে করেছে পশুর সমান!
অথচ সময় কারও তরেই নয় মেহেরবান,
এ মাটির বুকে মিশে যেতে হবে, আছে প্রমাণ।