আগুনে ঘি ঢেলে দে! উপচে পড়ুক লেলিহান নগ্ন অগ্নি শিখা!
সেই তো ভাল; ফয়সালা হোক, ললাটে যাদের যা আছে লিখা।
স্মরণীয় হোক একুশ শতক, ধ্বসে পড়ুক দাজ্জালের সভ্যতা
আল-আকসা থেকেই জোয়ার আসুক; বাড়ুক সত্যের নাব্যতা।


মানবতাঘাতী জংলীরা আজ সদলবলে হয়ে গেছে কাতার বদ্ধ
শক্তির দৌর্দন্ড প্রতাপে, আহামরি অহংকারে সত্য করেছে রুদ্ধ,
বিশ্ব ভ্রাতৃত্বে ধরিয়েছে ছেদ; জ্বালিয়ে দিয়েছে মানবিকতার অঙ্গ!
প্রতারক ওরা ভন্ড! মিথ্যাচারের চুড়ান্তে গিয়ে চুক্তি করেছে ভঙ্গ!


ভোগের বীজ বপন করেছে! তাতেই এসেছে অবক্ষয়ের বান,
ভারসাম্য হারিয়েছে ধরা; অবনী এবার ভেঙ্গে হবে খান খান!
খোদার গজবে হারিয়ে গিয়েছে জালিমগণ; খুঁড়ে দেখো ইতিহাস,
সাক্ষী স্বরূপ মমি হয়ে আছে তাহাদেরই শত ধ্বংস প্রাপ্ত লাশ!


প্রমাণ হয়ে গেছে কোরআনই সত্য; পথভ্রষ্ট ওরা স্রষ্টার অভিশপ্ত,
দাম্ভিকতার হবে না রে জয়, যতই করুক বারুদের ভাষা রপ্ত।
যে সত্ত্বার ইচ্ছায় ধরণীটা গড়া, যার শক্তি অদৃশ্যে রয়েছে সুপ্ত;
জয় পরাজয় হবে তারই ইচ্ছায়, যার ইশারায় বিশ্বটা হবে লুপ্ত।


(বি:দ্র:-গতকাল চুক্তি ভঙ্গ করে জেরুজালেমকে ইজরাইলের রাজধানী ঘোষনা করার প্রতিবাদে। কবিতার অনেকটা ভাবনাই পবিত্র কোরআন থেকেই আহরিত।)