সত্যের প্রতি আত্মসমর্পনের পথে
সুপ্ত অহঙ্কারই অন্তরায় হয়ে যায়!
মহাকবিদের পদভারে সমৃদ্ধ বিশ্ব,
চ্যালেঞ্জ থাকা সত্বেও আজও কেন
পারেনি আরেকটি কুরআন রচিতে!
তথাপি, অবিশ্বাসের মাত্রা কমেনি,
বরং বেড়েছে বহুগুন পূর্বের চেয়ে!
বেড়েছে ষড়যন্ত্র-কটাক্ষ বক্রভাবে!


বরং, আমাদের নবী তো কবি নন;
অথচ অবিশ্বাসীরা দিয়েছে অপবাদ-
তিনি নাকি স্বয়ং রচেছেন কুরআন!
তিনিই যদি পারেন একাজ করতে-
অহমিত কবি তবে, পারে না কেন?
বিপত্তি কোথায়, বিশ্ব কি মেধাশূন্য?


চৌদ্দশতবছর পূর্বে আল-কোরআন
যা বলেছে, আধুনিক বিজ্ঞানও সত্য
বলে মেনে নিয়েছে সেই সব বিষয়!
তবু বিজ্ঞানেরই গেয়ে যাই জয়গান!