অনাবৃত সভ্যতার মদিরার রসে
যতই তৃপ্ত হও তোমরা মুক্ত সুধাকর;
রুদ্র বিশ্বের সীমাহীন তপ্ত মহাকাশ
হাসে ব্যঙ্গের হাসি, আনন্দ করে গ্রাস!
নির্মম, জটিল পরিণাম অপেক্ষমান সদা,
মাঠে মারা যাবে তোমার উদ্ভট অভিলাষ!


বিরান ভূমির ছায়া দেখে আঁৎকে উঠি!
শুনি শকুনীর থাবায় আর্তনাদের নিনাদ!
এ শতাব্দীর গর্ভজাত বোধ ভঙ্গুর সভ্যতাকে
অভিসম্পাত করে করে উল্লসিত হলেও
উপহার পায় অনাকাঙ্খিত লহুর স্রোত!
চেয়ে দেখো বহ্নি শিখার ভয়ানক উৎসব-
বিশ্ব গ্রামের সীমানায় শুরু অগ্নুৎপাত!


একদিকে বারুদের ঘ্রাণে হার মোচনের বাসনা;
কারও বা মাঝে দানা বাঁধে বিজয়ের প্রবঞ্চনা!
নির্দ্ধারিত সময় এলো বুঝি অতীব সন্নিকট,
সহসাই বদলে যাবে অবনীর চিরচেনা দৃশ্যপট!