সমাপ্তির পথে হাঁটছে বসন্তবিলাস!
বদলে যাচ্ছে সময়ের চলমান চিত্র!
বদলে যাচ্ছে হাওয়ার রুগ্ন গতিপথ;
আসছে কালবৈশাখীর ক্রুদ্ধ ছোবল!
অতঃপর আসতে পারে মহা উৎসব,
পথেঘাটে জমে উঠবে, আনন্দমেলা
পুলকে মেতে উঠবে, জনতার খেলা
আসবে প্রবাহের ঢেউ! স্রোতের ঢল;
কেউ বা হাসবে কারো পড়ন্ত বেলা!
সয়লাব হবে, মিছিলে মিছিলে পল্লী!
কালের সাক্ষী হয়ে থাকবে ইতিহাস;
প্রশ্ন উঠবে প্রত্যাশা পূর্ণ হয়েছে কি?
মানুষ যাই হোক বিচারের উর্দ্ধে নয়,
সফল তারাই, অন্তে যারা পায় জয়।