কুয়াশা'র চাদরে ঢেকে আছে ঢাকা,
তার মাঝে উড়ছে কাঁড়িকাঁড়ি টাকা!
কেউ খায় সুদ-ঘুষ, কেউ করে চুরি!
কারো কারো হয়েছে বেশ বড় ভুঁড়ি!
কেউ করে গুম-খুন! কেউ রাহাজানী
কেউ করে লুঠতরাজ ব্যাংকের মানি!
কেউ বা গড়ে বড় বড় বহুতলা বাড়ি,
মৌজ করে দিনরাত নিয়ে কত নারী!


কেউ ঘুমায় ফুটপাতে নেই বাড়ি ঘর!
ফেলে গেছে রাস্তায়, করে তারে পর!
অভাবীরা করে বস্তিতে জীবন-যাপন,
দিন আনে দিন খায়, নেই কোন ধন।
থাকে নারে তাদের ঘরে কোন সঞ্চয়,
সমাজে মানুষ বলে, নেই যে পরিচয়!