বন্ধু দিবসে বন্ধু হিসাবে
কয়েকটা কথা বলি,
কথাগুলো যদি ভাল লাগে  
এসো বন্ধুর মত চলি।


বন্ধুত্বের দাবী নিয়ে যদি
বন্ধুর ক্ষতি করি,
বিশ্বাস কেউ করবে না আর
যতই শরমে মরি।


এ প্লাস বি হোল স্কোয়ার
গণিতের ফরমুলা,
গোঁজামিল কেউ মানবে না
যতই ঝুলাই মুলা!


জঙ্গীকে নিয়ে কবিতা এসেছে
এ আসরে রাশি রাশি,
সেই অজুহাতে ঘায়েল করতে
ধরেছে অনেকে মসি!


উঠতে বসতে মুসলমানকে
হেয় কর অবিরাম!
কোরান, হাদিস, নবী চরিতেই
সুরক্ষিত ইসলাম।


জঙ্গী কাহিনী করে না বিশ্বাস
সত্য উদ্ভাসিত,
কল কাঠি নাড়া যুদ্ধবাজেরা
কেন নয় অভিহিত?


আগুনে পুড়িয়ে মারে যে মানুষ
সে নয় মুসলমান,
খোদার কালামে, নবীর হাদিসে
রয়েছে তার প্রমাণ।


বৃহৎ শক্তির সবাই বিরোধী
তবু কেন এতো ভয়!
ইসলাম যদি এতোই খারাপ
ওরা মুসলিম কেন হয়?


ষড়যন্ত্রকে ঘৃণা করে খোদা
ঘৃণা করেছেন নবী,
আল্লাহর কাছে মোমিন বান্দার
থাকবে অনেক দাবী।


মূর্খ বলিয়া অহম করিয়া
কত কর গর্জন,
উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে
কি তোমার অর্জন?


বিবেক বেচিয়া খরিদ করিয়া
নকল প্রমাণপত্র,
বাগিয়ে নিয়েছ সেরা পেশাদারী
জ্ঞান দাও যত্রতত্র!


কারও প্রভূকেই দিয়ো না গালি;
বলেছেন শেষ নবী,
সেও দেবে গালি তোমার প্রভূকে,
কথা কি মিথ্যে সবই?


অন্যের কথা নাই বলি আজ
নিজেদের কথা ভাবি,
আল্লাহ্, নবীকে অপবাদ দিয়ে
করি মুসলিম দাবী!


তুমি কি তোমার পরিণতি জান
কি হবে আগামীকাল?
ভাঙ্গবে খেলা চলে গেলে বেলা
ওপারেই আছে শাল!