এসো আমার সবুজ সাথী
দেশটা আজ বাঁচাও,
হৃদের রাজা পারবে হতে
সমাজ যদি সাজাও।


অভাব যাদের গ্রাস করেছে
দাঁড়াও তাদের পাশে,
মনের ব্যথা করতে লাঘব
বুকে নাও ভালবেসে।


রক্ত ঋণের সেই সে কথা
কেউ যেও না ভুলে,
কথারকথা আর বলো না
উঠবে জমিন দুলে!


পারলে তাদের আদর কর
প্রেম-মমতা দিয়ে,
আর দিও না লজ্জা শরম
তাদের ভ্রান্তি নিয়ে।