জনশূন্য নীরব শহরে খুঁজি স্বপ্নের ঠিকানা।
সবাই স্বস্তি চায়-চায় ভালবাসার বিনিময়;
আরো চায়, একটু শান্তির প্রমিত পরিবেশ,
জীবন যেন সবার ছন্দ খুঁজে পায় নিরন্তর।
যেখানে আছে, নমনীয় তুষ্টি পাবার বিধান,
সেখনে ছুটে যেতে চায় মন তৃপ্তির আশায়।
নৈসর্গিক প্রেমের স্পর্শে মমতা হাত বাড়ায়,
শান্ত প্রকৃতির আজন্ম উদারতা কে না চায়।


তবু কিছু কিছু নির্মমতা বিদীর্ণ করে হৃদয়!
গলিজ মানুষের জন্ম হয় উটকো হতাশায়!
তখন, ঘটে যায় বিপর্যয় নির্লজ্জ তামাশায়!
জীবন তো অমর নয়, তাইতো মিত্রতা চায়;
হৃদয়ের সাথে হৃদয়ের, ক্ষতিকর  দ্বন্দ্ব নয়।
তাই তো অনুসন্ধান করে, মোহনীয় স্বদেশ।