আমি তো তার মত হতে চাইনি,
যে থাকে অন্ধকারের গভীরে!
আমি তো হতে চাইনি কখনো
শয়তানের প্রতারণায় বিভ্রান্ত;
তবু, করি অসাবধানে শিরকের পাপ!
আল্লাহ্ ও তাঁর রাসুলের প্রতি দেই
না জেনে না বুঝে মিথ্যা অপবাদ!
অজান্তেই করি নিজের বিরুদ্ধে জুলুম!


ভুলে যাই হালাল-হারামের পার্থক্য!
ধূর্তের ছলে করি আর্তের ধন গ্রাস!
মহান স্রষ্টার নির্দেশ আসা সত্বেও
গাফেল হয়ে করি বিদ্রোহ!
হে আল্লাহ্, তবু চাই তোমার
হেদায়াতের ছায়ায় চিরতরে আশ্রয়।


(আল-কোরআনের বাণী থেকে অনুপ্রাণিত হয়ে)