যে নদী শুকিয়ে গেছে বহুদিন আগে
সেখানে কি উঠবে ঢেউ পৌষ-মাঘে!
বিগতযৌবনা যদি ফিরে আসে ফের
মানবাত্মা স্বপ্ন দেখে কত কিছু ঢের!
পলির আস্তরণে, মজেছে জমিন ওই
প্লাবন আসে না তাই, ভাজে না খৈ!
আরোহী-আরোহী বলে শুধায় প্রহরী
বিরহবেদনা দিয়ে চলে গেলে মুহুরী!


অবাক বিস্ময়ে, ঝরিয়ে অশ্রু চোখে
হৃদয় গভীরে কত ভালোবাসা মেখে,
যাতনা সয়ে সয়ে, হয়েছে পাথরমন,
ফুরিয়ে গিয়েছে সেই অবাধ্য যৌবন!
আল্পনা আসে না কূর্চে, হয়ে রঙিন;
নিত্য সাথী হয়ে থাকে, রুক্ষ-মলিন!