আজ কোন কবিতা নয়, একটা গল্প বলি;
শুরুটা খুবই সাদামাটা, জীবনকে ঘিরে
রক্তনদী পেরিয়ে আসা এক নতুন ভুবনে।
কতজনের মনে লুকিয়ে থাকা শত-সহস্র আশা!
কারো মাঝে সুপ্ত ছিল হৃদয়ের ভালোবাসা।
না পেয়ে পাওয়ার মাঝে সৃষ্টি হয় অস্থিরতা!
কিংকর্তব্যবিমূঢ়! কতটা দ্রুত গতিতে
ছিনিয়ে আনা যায় সাফল্যের চাবিকাঠি
সবাইকে টেক্কা দিয়ে জয়ের ভিত্তি স্থাপন করতে!
কেউ কেউ গাঁথতে থাকে স্বপ্নের মালা!


ততদিনে কেউ কেউ করে ফেলেছে বাজিমাৎ!
ক্যারিশম্যাটিক চরিত্রগুলো চলে গেল আগ বাড়িয়ে
সবাইকে পিছে ফেলে ধরা-ছোঁয়ার বাইরে!
হেরে যাওয়া ফেউ খোঁজে সংক্ষিপ্ত পথ!
কানাগলির ভেতর থেকে বের করে আনে
নর্দমায় ফেলে দেয়া যত সব নিকৃষ্ট পন্থা!


শুরু হলো চোরাচালান, হুন্ডির প্রচলন, মাদকবাণিজ্য!
তড়তড় করে এগিয়ে যায় বাইচের নায়ের মত
উজান পথে সবাইকে ছাড়িয়ে সীমানা পেরিয়ে!
হায়! যেন, কি এক অন্ধের প্রতিযোগিতা!
শুরু হয় মূল্যবোধের অবক্ষয়ের সূচনাকাল!
গড়ে উঠে পাতাল জগতে কালো টাকার বিশাল পাহাড়!
খুঁজে বের করে সাদা করার কত যে পথ!
কোনটার কথা যে বলি, সেটা না হয় আজ থাক।


চলতে থাকে এভাবেই ঈমানের অগ্নিপরীক্ষা!
সে কথা আজ আর মানছে ক’জনা ধরণীতে!
প্রগতিশীলতার ঢেউ ভাসিয়ে নিয়ে যায় বৈচিত্রময় নরকে!
যেখানে চাকচিক্যময় স্বপ্ন আছে, নেই শুধু সততা!
দল বেঁধে চলছে ফ্যামিলিট্যুর, কালো টাকার সন্ধানে!
এখন আর অনেকেই বিস্মিত নয়! শুধু প্রমাদ গুনছে
নষ্ট হবার আশঙ্কায় সপরিবারে!