বৈশাখী ঝড়ে গাছ ভেঙ্গে পড়ে
ভেঙ্গে পড়ে বাড়ি ঘর,
বছরে বছরে কত জনে মরে
সে কারণে করে ডর।

বৈশাখ মাসে চৈত্রের ঝাঁঝ
কাঠ ফাটা রোদ্দুর,
খরার প্রভাবে মাঠে জমি ফাটে
চোখ যায় যতদূর।

বৈশাখ মাসে মেলা বসে মাঠে
আনন্দ বয়ে যায়,
নবীন প্রবীণ মনে লাগে দোলা
ঝিরি ঝিরি দখিনা বায়।

বৈশাখ মাসে বধুয়ারা হাসে
বিয়ে বাড়ি লাগে ধুম,
আমের কড়ালী কুড়াবার লাগি
চোখে থাকে নারে ঘুম।

বৈশাখ মাসে সোনালী ফসলে
কিষানের মুখে গান,
ঘরে ঘরে চলে নানা আয়োজন
কিষানীর নাচে প্রাণ ।

এই তো আমার বাংলা মায়ের
চির চেনা প্রিয় রূপ,
আল্লাহর কাছে করি মুনাজাত
হইও না কভু বিরূপ।