বন্ধু তুমি আমার চোখে চক্ষু রেখে বলনা
ভালবাসার নামে আমি দেখবো কত ছলনা!
পিছ দুয়ারে চোরের মত আসো চুপি চুপি
কেউ যেন না বুঝতে পারে, তুমি বহুরূপি!


হিজল তলায় বলেছিলে, থাকবে আমার পাশে
দেখা হবে নদীর ধারে, যেথায় দোলে কাশে,
কথায় কথায় ব্যঙ্গ করো সুখের স্বপ্ন নিয়ে
চুলের বেণী দুলিয়ে চলো অচিন গলি দিয়ে।


আলতা পায়ে গয়না গায়ে বেড়াও গ্রামটি জুড়ে
চোখে চোখে চোখ পড়লে আসো আমার ঘরে,
বেলী ফুলের মালা দিয়ে সাজাও খোঁপা খানি
যে জানে না ভাববে তোমায় শুভ্র গোলাপদানী!


বকুল তলায় তোমায় যেদিন প্রথম দেখেছিলাম
বন্ধু বলে সেদিন তোমায় কাছে টেনেছিলাম,
সুখের দুখের আলাপ করে সময় কাটাইতাম
হিমেল হাওয়ায় সুখের নেশায় ডানা মেলিতাম।


অভিমানের কথা বন্ধু তোমার মুখে মানায় না
কদম ডালে কোকিল ডাকে বন্ধু পানে তাকায় না,
সুরের যাদু কন্ঠে তোমার সেই অহমে বাঁচো না
চোখের কোনে সুখের ঝিলিক, আমায় ভাল লাগে না!