যতই করি না কেন ছলাকলা, লাভ হবে না,
ফেঁসে যাবে মহাসঙ্কটে রাডারে পড়বে ধরা!
তার চেয়ে উত্তম, সত্যকে মেনে নিয়ে চলি,
অসত্যকে সঠিক মেনে করবো না গলাগলি;
নক্সার ফাঁদে ফেলে, করতে চাও বাজিমাৎ?
সময় আসবে এমনই দেখবে কৃষ্ণবর্ণ রাত!
আসবে ফিরে সুদিন! ভুলে যাও সেই বাত,
আসছে সঙ্কেত! মেনে নিতে হবে নব খাত!


এসো নন্দিত ছন্দে হই, আল্লাহ্'র অনুজীবী ;
যার কাছে সঞ্চিত আছে সবারই ভাগ্যলিপি।
তাঁকেই সত্য মেনে নম্রতায় তাঁর নাম জপি।
হৃদ থেকে ঝেড়ে ফেলি যত সব কূটকৌশল,
নীরবে-নির্জনে যাই করি, সবই হবে বিফল!
তাই এসো সবশেষে সেই বিধান করি সচল।