ইচ্ছে করে লোকালয় ছেড়ে চলে যাই দূরে
যেখানে উন্মত্ত শহরের অপ্রিয় পেষণী নেই।
আছে মমতার ছন্দমাখা অনিন্দ্য ভালোবাসা।
স্বপ্নের মত নয়নাভিরাম ছায়া ঘেরা গ্রামে
মায়াবী চাঁদের আলো খেলা করে তিমিরে,
আলতো করে ছুঁয়ে যায় বনবীথি নীরবে।
যেখানে অশুদ্ধ শব্দ দূষণ আর বিষন্নতা নেই!
যেখানে টলমল করে জল, আনন্দ বিমল।


যেখানে নির্মল আবেগী প্রকৃতির নন্দিত সুধা
ছড়িয়ে দেয় স্বপ্নীল অনুরাগের নান্দনিকতা।
মোহনীয় ফুলের সৌরভে হারিয়ে যায় মন,
যেখানে দ্বন্দ্বযুদ্ধ নেই, সুখের মাধুর্য ছাড়া।
ইচ্ছে করে হারিয়ে যেতে সেই কাব্যনীড়ে-
যেখানে আলোকিত শুভ্রমন আন্পনা আঁকে।