অহংবাদীর ঠিকানা কি মুক্ত বনে?
ভাতকে ওরা অন্ন বলে ছন্দ বিনে!
অহম নিয়ে বাড়তে থাকে স্বপ্নপুরে!
তারার মেলায় ঘর বানিয়ে
জোনাক দেখে ঘেন্না করে!


দাবার চালে মাৎ করে দেয় অহর্নিশি;
শতক দশক হিসেব কষে ভেংরী মসি!
তালপাতার ওই সেপাই এলো এলান নিয়ে;
ঠমক দেখে চমক লাগে ঢলের জলে,
তিতপুঁটিতে ফাল দিয়ে কয়, আমিই শশী!
আর নাকি সব হয়ে গেছে পচা-বাসী!


পাগল করলো ফক্কর মিঞা মন্ত্রপাঠে,
খাজনা পাতি পায় না আজ আর ঘাটে ঘাটে!
নন্দলালের ঘাড়ে মারে বেজায় ঘুসি!
ছুরতহালের রিপোর্ট পেয়ে বেজায় খুশি।