অর্ধশতক পরেও ভাবনাকুঞ্জে জাগে বেদনার স্মৃতি!
ভুলিনি সেই কথা! তাই ব্যথিত হৃদয়ে জাগে ভীতি!
মাগো, তুমি হারালে এক সন্তান, ফিরলো অন্যজন;
হাতে ছিল তার মানচিত্র গ্রথিত স্বাধীনতার নিদর্শন।
কাঁধে ছিল শস্ত্র! বুকে ছিল প্রেম, মুখে অনন্য ভাষা;
আর ছিল সুখের স্বপন, দুঃখ বিনাশী নবীনের আশা।
আলগোছে মায়ের আঁচলে বেঁধেছিল মুক্তির আশ্বাস;
জননী নেই! দেখি শুধু, রক্তে ভেজা মাটি আর লাশ!


মুক্তির মিছিলে যারা ছিল তার অনেকেই আজ নেই!
রয়েছে যেজন বেঁচে, মরছে ধুঁকে ধুঁকে হারিয়ে খেই!
মায়ের আঁচলে রাখা মুক্তির আশ্বাসগুলো খুলে দেখি
নেই সেই দ্যুতি-উন্মত্ত বারুদের স্তুপ, বর্ণহীন-মেকি!
আমার স্বপ্নময় ভূমি, হয়েছে লুটেরাদের তাসের ঘর!
সেই সবুজ উঠোনটা হয়ে গেছে আজ ডাকাতের চর!