ডিসেম্বর মাসে গাই বিজয়ের গান;
তবুও, কাঁদে আজ ধ্বস্ত মানবপ্রাণ!
গগনে লেগেছে, অশুভ কালো মেঘ,
বাতাসে বাড়ছে ক্রমান্বয়ে গতিবেগ!
হয় তো ঝরবে আবারো জমিনে খুন,
খোয়াবে নারীজাতি গর্ভাশয়ের ভ্রুণ!
এটাই কি ছিলো জনতার ভাগ্যলিপি,
মনের অজান্তে তাই মনে-মনে জপি!


হয় তো এই মাসটা বিজয়েরই মাস;
প্রতিদিন বাড়ছে সবার সেই বিশ্বাস।
অবাক হবো না এলে বিজয় আবার
উত্তাল হয় যদি ফেনায়িত পারাবার।
শুরু হলে নতুন করে সুনামির হানা-
জল কবর হবে খলের সবার জানা।