যে মানচিত্রে খুঁজি আমি সুখের ঠিকানা,
তারে তোমরা কেউ মুছে যেতে দিও না।
এটাই প্রত্যাশা আমাদের সকলের কাছে।
স্বপ্ন সবাই দেখে, বলো না অবুঝ পাছে!


যে মানচিত্রকে আমি ভাবি মায়ের আঁচল;
রাখিও স্বপ্নচূড়ায় সেখানেই থাকিও অটল।
তারে কি কখনো বিনষ্ট হ'তে দেয়া যায়?
সেই তো সুখের নীড়, শীত-বরষা-খরায়।


তোমরা কিন্তু নিজ স্বার্থে থেকো না ব্যস্ত!
কখনো ভুলে যেও না দেশের বিধান-শাস্ত্র;
আমার ভুল হলে শাস্তি দিও, দেশকে নয়!
হারাবে জনপদ-হবে সোনালি স্বপ্নের ক্ষয়!


এ আমার প্রেম নিবেদন তোমাদের কাছে,
থাকে যেন আগামী প্রজন্ম দুধ আর মাছে;
তাহলে আসবে সুখ, রবে নিরাপদ সকলে
যাবে না অভিলাষ জাতির, কদাচ বিফলে।