দিন বদলের গল্পগুলো
ঝড় তুফানে এলোমেলো,
আমার দেখা স্বপ্নগুলো
পথের ধুলো হ’লো!


আগের দিনে মুক্তির গানে
আবেগ পেতাম খুঁজে,
হজম করি সব অনাচার
এই দু’টি চোখ বুঁজে!


ধর্ম এখন হাসির খোরাক
কর্মই এখন বড়!
গদিই এখন মূখ্য বিষয়
মর্ত্যে স্বর্গ গড়ো।


ভোটের হিসেব পাল্টে দিতে
মারণাস্ত্র ধরে!
সখ করে কি এখন কেউ আর
সুখের গদি ছাড়ে!


এমনি করেই বাতাস এখন
উথালপাতাল বয়,
সেই বাতাসেই পক্ষে টানে
মনের মত জয়!