হৃদয়ে জাগলে ভীতি, ভাবে বুঝি হবে ইতি!
ভুল করে হিসাব কষে বিপক্ষের করে ক্ষতি!
অস্থিরচিত্তে বাড়ে প্রহসন! করে অগণ্য ভুল!
মানুষের তরে করে না চিন্তা, দিবেই মাশুল!
কালের জেরায় বার বার হেরে যায় নিরন্তর,
বর্বর চেতনাকে চাপিয়ে দিতে চায় প্রতিবার!
সত্যাশ্রয়ীকে প্রমাণ করে দেয় দুরাচার বলে!
প্রমাণ করতে চায় দেশদ্রোহী নানা কৌশলে।


হায় কি নৈতিকতা! কতটুকু আছে দেশপ্রেম!
অবক্ষয় নামবে কত আর! তবুও দেশ হেম?
ভাবি না নিজেকে নিয়ে বাঁচি হয়ে মোহদাস!
পাশবিকতা করে গ্রাস দিন-রাত ফেলি লাশ!
মঞ্চে প্রকাশ করি হায়, বিশ্বজয়ের অভিলাষ!
যদিও আমরা করি, নোংরা রাজনীতির চাষ!