যেদিকে তাকাই যেন আগুনের ফুলকি
ছুটে চলে যেন এক বাধাহীন দুলকী!
সমীরে বাড়ায় গতি চোক্ষের পলকে
পুড়ে পুড়ে ছাই হয় বিজলীর চমকে!


উদাসী মেঘে আর হয় না তো বৃষ্টি
জ্বলে জ্বলে শেষ হবে মোহনীয় সৃষ্টি!
হে মহান দয়াময়, দাও না গো দৃষ্টি
অবনীকে করে দাও মধু সম মিষ্টি।


অনিয়মই নিয়মের আজ হ’লো শত্রু
অগোছালো সময়ে, বিভাজিত গোত্র!
আলোহীন কালো চোখে মৃত্যুর শঙ্কা
ইথারে ইথারে বাজে নিয়মিত ডঙ্কা!


শ্রাবণে প্লাবন আনে, ঘটে মহাকান্ড
অসহায় প্রমাদ গোনে, পায় মহাদন্ড!