বর্তমান সভ্যতার রাজনীতি-রাজনীতি নয়,
ছায়ামূর্তি দ্বারা নিয়ন্ত্রিত এক সার্কাস শো!
দৃশ্যমান অনেক কিছু কিন্তু নিয়ামক নয়!
নিয়ামক শক্তি থাকে পর্দার আড়ালে সুপ্ত।
খড়গের গল্পটাও সবারই জানা, তবু গুপ্ত!
নিয়মের ছন্দময় কথামালা শুধু বাতুলতা!
নন্দিত ছকে চলে এক বিশ্ব গড়ার নকসা!
তার আয়োজন চলে রহস্যময় ইশতিহারে!


অথচ বেখবর! তৃতীয় পর্যায়ের অপোগণ্ড!
যাদের স্বপ্ন, প্রারম্ভে হোঁচট খেয়ে হয় পন্ড!
মাঠে মারা যায়, লব্ধ নীতিমালা অবজ্ঞায়!
হারিয়ে যায় আঁধারের গলিপথে প্রতারণায়!
খোলা চোখে যা দেখি, সেটাই আসল নয়,
তাইতো শেষে ভ্রান্তির বেড়াজালে ধ্বস্ত হয়!