আতঙ্কে কাটায় যারা, প্রতিটি প্রহর!
দেখানো শঙ্কায় থাকে দেশের শহর!
তল্পিবাহকরা শুধু আছে বেশ ভালো,
বাদবাকি সকলের মুখ থাকে কালো!
বিশিষ্ট জনের কথা, একেবারে ভিন্ন,
বিশেষভাবে লালিত! তারাই অনন্য!
লুটেরা হয়েও যারা, করে তেলবাজি-
শুধু তারা নাগরিক! বাকিরাই পাজী!


যা তোমার মনে চায় বলছো দাপটে
আবর্তিত হয়ে গেছো রবোট-পাপেটে!
তবুও, তোমরা নাকি দেশপ্রেমী নেতা
যেভাবে গর্জন করো, মনে হয় চিতা!
ললাট তোমার আজ, অতি-অভিজাত,
আনন্দে কাটে তোমার শুভ দিনরাত!