মানুষের তরে অপেক্ষা করছে বিস্ময়ের পর বিস্ময়!
চমকের পর চমকে বিভ্রান্ত হচ্ছে শঙ্কিত জনপদ!
একটা সময় ছিল, যখন নাটক মঞ্চস্থ হতো
বিশেষ ভাবে নির্মিত কোন কোন রঙ্গমঞ্চে;
অথচ, পৃথিবীটাই হয়ে গেছে আজ নাট্যমঞ্চ!
অভিশপ্ত কিছু পিশাচের কছে জিম্মি হয়েছে শক্তিহীন!
যাদের নেই মর্যদার সাথে বেঁচে থাকার অধিকার!
যারা মোহান্ধদের দ্বারা হয়ে যায় ষড়যন্ত্রের শিকার!
তাদেরই লোভের কাছে বিসর্জন দেয় লালিত স্বপ্ন!
জমিন এখন গবেষণাগার! যেখানে মানুষই গিনিপিগ!
বারুদের উত্তাপে ঝলসে যায় চেতনার বাতিঘর!
উত্তরোত্তর সমৃদ্ধ হয় মানুষ মারার অস্ত্রভান্ডার!
ফলে, সভ্যতার গর্ভে জন্ম নেয় দুঃখের সমাচার!
অথচ, অধিকাংশ মানুষ এখনও নির্বোধ-নির্বিকার!