দুঃখ জয়ের স্বপ্ন আমার
সুখের আবেশ ছড়িয়ে দেয়,
ভালবাসার গল্পগুলো
হৃদয় আমার জুড়িয়ে দেয়।


ঝর্ণা যেমন সুললিতা
কাব্য যেমন ছন্দময়,
দখিন হাওয়া যেমন করে
ধানের শীষে ঢেউ ছড়ায়।


মায়ের আঁচল যেমন করে
স্বর্গ সুখের ঘ্রাণ ছড়ায়,
যেমন করে ফিরে আসি
মায়ায় ঘেরা সোনার গাঁয়।


বর্ণমালার মিছিল যেমন
হৃদাকাশে দীপ জ্বালায়,
সেই আলোতে শিকল ভেঙ্গে
মায়ের ভাষা মুক্তি পায়।


বীর জনতার লহুর স্রোত
স্বাধীনতার পথ দেখায়,
দুঃখ জয়ের স্বপ্ন হাসে
লাল সবুজের পতাকায়।