সুপ্ত চেতনার গভীরে সুখ হারাবার হাহাকার
কখনো করেছে উদাসীন কখনো অভিঘাতী!
কখনো ফেটে পড়ে! আক্রোশে-জিঘাংসায়!
পরিণতিকে অবজ্ঞা করে হয়ে উঠে ভয়ঙ্কর!
অবিবেচকের মত কলংকিত করে ইতিহাস!
সৃজন করে উচ্ছিষ্টভোগী সুবিধার বিনিময়ে!
খরিদ করে মানুষের আত্মা! নগদ নারায়নে!
রক্তাক্ত পান্ডুলিপি তুলে দেয় পাশবিকতায়!


আরো কত তরিকার করে অপপ্রযোগ দখলে
রাখতে মাতৃত্বহীন হঠকারিতার ভয়াল ঘাতে!
কখনো হয় উল্লসিত, কখনো বিবর্ণ চেহারায়
অঙ্গীকার করে, সত্যকে পায়ে পিষে মারতে!
অনুশোচনা করে না স্পর্শন, অতৃপ্ত আত্মাকে!
ভাঙ্গে প্রতিকূলতার কূটাগার দুর্বার অভিযানে!