মাঘ যে চলে যায় তবু বাঘ মামার
কমে না মোটেই কঠির চোখ রাঙানি!
আর ক’দিন করে নাও ইচ্ছেমত মাস্তানী!
অতঃপর স্রষ্টার স্যাংশনে হারিয়ে যাবে
বসন্তের অতলে চাপা পড়ে বেদনা নিয়ে!
থাকবে সেখানে তুমি মনোকষ্টে দীর্ঘদিন।
দেখবো তখন তুমি কি করে দাও দুঃখ;
ফুরফুরে বাতাসে ঘুরবো মনের সুখে।


ওহে মাঘ! অনেক কষ্ট দিলে এবার তুমি!
ফুটপাতে কাটিয়েছে মানুষ অতি কষ্টে!
লাগাতার চালিয়েছো জুলুম-নির্যাতন!
সময় পাবে না আর তুমি বেশিদিন,
চোখের আড়াল হলে মনের আড়াল।
তারপর দেখা যাবে আগামীবার।