একদিকে জ্বলন্ত অগ্নিগিরি
অন্যদিকে অথৈ জলরাশি,
একদিকে মৃত্যুর বিভীষিকা
অন্য দিকে নেই মানবিকতা!
এরই মাঝে ঈদ আসে, ধর্মীয় প্রথা।


দিকে দিকে বারুদের অগ্নিশিখা
প্রিয়দের জীবনের আসে যবনিকা,
সম্ভ্রম লুন্ঠণে নিদারুন পাশবিকতা;
রুখে দাঁড়াবার নেই সাহসিকতা!
নীরবে দেখছে সবে নেই সহায়তা!


বিস্মিত হয় না তবু এই সভ্যতা!
উল্টো হয়ছে খুনীর যোগানদাতা!
দর্শনে বলীয়ান, শুনি চেতনার কথা
কোরাসে মগ্ন থাকে নিয়ে মানবতা,
এরই মাঝে ঈদ আসে, ধর্মীয় প্রথা!


সুযোগের সন্ধানী করে রসিকতা;
মেরুকরণের খেলা লভিতে ক্ষমতা!
স্ববিরোধ মেলে ডানা হরণে স্বাধীনতা!
দুর্যোগে পাশে নেই, বলে কল্যাণের কথা!
কোথাও আনন্দ নেই, তবু ধর্মীয় প্রথা!


সংখ্যালঘু তরে ইথারে ঝড় তোলে
আদিবাসী ইস্যু নিয়ে খায় যারা ভাতা!
রোহিঙ্গা বিপর্যয়ে লাগে না মনে ব্যথা!
কুলুপ লাগিয়ে মুখে মানে নিরবতা!
এরই মাঝে ঈদ আসে, ধর্মীয় প্রথা!